স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৪তম আসরের ফাইনালে শনিবার ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়ন হয় ভারত। গত আসরে এই ভারতকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে নিয়েছিল বাংলাদেশ। তবে এবারের আসরে সেই ভারতের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ দল। শনিবার অ্যান্টিগার নর্থ সাউন্ড এলাকায় অবস্থিত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম ফাইনালে মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড।
ফাইনালে ইংল্যান্ডকে ৪৪.৫ ওভারে ১৮৯ রানে অলআউট করে ১৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। বিশ্ব জয় করার পর যুবাদের পুরস্কারের ঘোষণা দিয়ে রাত ২টায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী টুইট করেন।
ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বিশ্ব জয় করা অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দনের পাশাপাশি পুরস্কারের ঘোষণা দিয়ে টুইটে লেখেন- আমরা ভারতীয় দলকে ৪০ লাখ টাকা পুরস্কার দেব। এটা সামান্য স্বীকৃতি। ওদের কৃতিত্ব যে কোনো আর্থিক পুরস্কারের চেয়ে অনেক বেশি। প্রচণ্ড চাপের মুখে দলের প্রত্যেকে যেভাবে খেলেছে, তা অবিশ্বাস্য। বিশ্বকাপজয়ী ভারতীয় টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়ে সৌরভ গাঙ্গুলী লেখেন- দুর্দান্ত একটা বিশ্বকাপ জেতার জন্য অনূর্ধ্ব ১৯ দল, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের অভিনন্দন।
কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৫