স্পোর্টস ডেসক্ : বিশ্বে ফুটবলে প্রথম গোলরক্ষক হিসেবে পেশাদার ফুটবলে ৫০০ ম্যাচে ক্লিন-শিট রাখার রেকর্ড গড়লেন ইতালির কিংবদন্তি জিয়ানলুইজি বুফন। গতরাতে সিরি’আ বি’তে বেনেভেতোর সঙ্গে গোল শূন্য ড্র করে তাঁর দল পারমা। আর এতেই ছুঁয়ে ফেলেন ক্যারিয়ারে ৫০০ ক্লিনশিটের রেকর্ড। যা আর কোনো গোলরক্ষকের নেই। এই রেকর্ড গড়তে বুফন ম্যাচ খেলেছেন ৬৫৩টি।
ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে ৩২২, পারমার হয়ে ৯২, পিএসজির জার্সিতে নয় এবং ইতালি জাতীয় দলের জার্সিতে ৭৭টি ম্যাচে রেখেছেন ক্লিন-শিট। ৪৪ বছর বয়সী বুফন ঠিক করেছেন তাঁর লক্ষ্য, খেলতে চান ২০২৬ বিশ্বকাপে। সে লক্ষ্য নিয়েই নিজেকে প্রস্তুত করছে বলে জানান এই গোলরক্ষক।
২০২৬ সালে তাঁর বয়স হবে ৪৮, তখন নিজেকে ফিট রাখতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৪৮ বছর বয়সে ফিট থাকলে আমি অবাক হব না। মাইকেল জর্ডান ৫০ বছর পর্যন্তও খেলা ছাড়তে চাননি এবং আমি তাকে বুঝি। দিন শেষে, আমরা মাঠে কথা বলি। ‘
২০২২ কাতার বিশ্বকাপ এখনো নিশ্চিত করতে পারেনি ইতালি। খেলতে হবে প্লে-অফ, যেখানে উত্তর মেসিডোনিয়াকে হারাতে পারলে ইতালির সম্ভাব্য প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল অথবা তুর্কি। তাই কাতার বিশ্বকাপে পর্তুগাল ও ইতালির যেকোনো এক দলকে পাওয়া যাবে না।
কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাক ৮:০৪