স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের মাঠে বরিশালের হ্যাটট্রিক জয়ে শীর্ষস্থান হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বিপিএলের ছয় দলের মধ্যে শীর্ষে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশাল। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা।
বৃহস্পতিবার চট্টগ্রামের বিপক্ষে জিতলেই ফের শীর্ষে উঠে যাবে বিপিএলের দুই আসরের চ্যাম্পিয়ন দলটি।মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের চলতি আসরের ১৮তম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম-কুমিল্লা।
চট্টগ্রাম: চাঁদউইক ওয়ালটন, উইল জ্যাকসন, আফিফ হোসেন, শামিম হোসেন, নাঈম ইসলাম (অধিনায়ক), বেনি হাওয়েল, আকবর আলী, মেহেদি হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
কুমিল্লা: লিটন দাস, মাহিদুল হাসান অঙ্কন, ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুমন খান, সুনিল নারিন, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৫