ময়না আকন্দ, জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার মেলান্দহ উপজেলা থেকে এক যুবতীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবতীর নাম মৌসুমী আক্তার (৩০)। সে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার জাকির হোসেনের মেয়ে।
বৃহস্পতিবার (০৩ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে মরাদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। মেলান্দহ থানার ওসি (তদন্ত) মো.বেলায়েত হোসেন জানান, উপজেলার কুলিয়া ইউনিয়নের জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের ডেফলা ব্রীজের অদূরে পরিত্যাক্ত একটি স্থানে ওই যুবতীর মরাদেহটি পরে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরাদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, মরাদেহটির মাথা ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোহার রড দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে পুলিশ একটি লোহার রড উদ্ধার করেছে। এ ঘটনায় মেলান্দহ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৬