মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর মাধবদী থানা পুলিশের অভিযানে সাতশো পাঁচ লিটার চোলাইমদসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার মাধবদী থানাধীন কাঁঠালি ইউনিয়নের ডৌকাদি (কেরাকান্দা) গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আলম মিয়া (৩৫)।
থানা পুলিশ জানায়, শুক্রবার (২৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দুজ্জামান এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম মাধবদী থানাধীন কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদি এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলম মিয়াকে অবৈধ মাদকদ্রব্য একশত পাঁচ লিটার চোলাইমদ ও ছয়শত লিটার জাওয়া (উপকরন)-সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলম মিয়ার বিরুদ্ধে মাধবদী থানায় মাদক মামলা রুজু হয়েছে বলে জানায় থানা পুলিশ।
কিউএনবি/আয়শা/২৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৩:৪৭