এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গরুচোর সিন্ডিকেড বেপরোয়া হয়ে উঠেছে। চোর আতঙ্কে নিরঘুম রাত কাটাচ্ছেন চাষীরা।উপজেলায় গরু চুরি বৃদ্ধি পেয়েছে। চৌগাছা পৌর শহরসহ বিভিন্ন গ্রাম থেকে প্রতিনিয়তই চুরি হচ্ছে গরু ও ছাগল। চোরেদের হাত থেকে ছোট বড় খামিরা কেউ রক্ষা পাচ্ছেন না। চৌগাছা থানার সামনে থেকে ট্রাকে করে গরু চুরির ঘটনা চাষীদের বেশি আতঙ্কিত করেছেন।জানা যায়, ২৬ জানুয়ারি চৌগাছা থানা সংলগ্ন এলাকা ইছাপুর গ্রামের রওনক আলী গোয়াল ঘর থেকে একটি হলিষ্টান জাতের গাভি চুরি হয়েছে। যার আনুমানিক মুল্য ২ লাখ টাকা।
গাভীর মালিক রওনক আলী জানান, বুধবার রাতে তার গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরেরা দুটি গাভি বাড়ির বাহিরে নেয়। একটি গাভী ট্রাকে উঠাতে না পেরে ফেলে রেখে গেছে আর একটি গাভী নিয়ে গেছে। তিনি জানান, গাভী দুটির পেটে বাছুর ছিলো। অল্প কয়েকদিনের মধ্যে বাছুর হবে।গত ২২ জানুয়ারি শুক্রবার রাতে সিংহঝুলি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের শহিদুল ইসলামের গোয়ালঘর থেকে ৩ টি গরু নিয়ে যায় চোরেরা। যার কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন গরুর মালিক।
এর আগে উপজেলার সলুয়া গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চৌগাছা থানা পুলিশ চোরদের ধাওয়া করে চুরি কাজে ব্যবহৃত ট্রাক ও চোরসহ তিনটি গরু উদ্ধার করেন।এছাড়া সম্প্রতি শহরের ডিগ্রি কলেজের সামনে চান্দু বিশ্বাসের পাঁচটি, উপজেলার টেঙ্গরপুর গ্রাম থেকে ৩ টি, স্বরুপদাহ ইউনিয়নের দেবালয় ও খড়িঞ্চা গ্রাম থেকে ৩টি গরু ও ৩ টি খাশি ছাগল, হাকিমপুর ইউনিয়নের দুলালপুর গ্রাম থেকে পাঁচটি গরু ও ৩ টি খাশি ছাগল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
ক্ষতিগ্রস্থ চাষীরা জানান, চৌগাছা শহরের পাশের গ্রামসহ উপজেলার বিভিন্ন গ্রামের বেশির ভাগ মানুষের পেশা কৃষিকাজ। কৃষি কাজের পাশাপাশি তারা বিভিন্ন জাতের গবাদি পশু পালন করে থাকেন। বিশেষ করে সকল প্রান্তিক চাষীদের বাড়িতে দুই/একটি করে গরু পালন করে থাকেন। কিন্তু সম্প্রতি চোর সিন্ডিকেট এতটায় বেপরোয়া হয়েছে যে উপজেলায় প্রায় প্রতি রাতেই কোনো না কোনো এলকায় থেকে গরু চুরি করছে এই চোর সিন্ডিকেটের সদস্যরা। বুধবার রাতে চৌগাছা থানার পাশ থেকে গরু চুরি হওয়ায় এসব প্রান্তিক চাষীদের মধ্যে আরো বেশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান।
এ ব্যাপারে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, গরুচোর সিন্ডিকেটের সদস্যসহ যে কোনো চোর ধরার জন্য চৌগাছা থানা পুলিশ তৎপর রয়েছে।
কিউএনবি/অনিমা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৬