শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে ১ বিঘা জমির কুল গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাতের কোন এক সময়ে দূর্বৃত্তরা শার্শার পিপঁড়াগাছি গ্রামের মোঃ জাকির হোসেনের ১ বিঘা জমিতে লাগানো কুল বাগানের বিভিন্ন প্রজাতের ২৯টি কুল গাছ কেটে দেয়। প্রতিটি গাছে কুল থাকায় প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান জাকির হোসেন। ক্ষতিগ্রস্থ কুল বাগানের মালিক জাকির হোসেন জানান, দূর্বৃত্তরা বুধবার রাতের কোন এক সময়ে তার কুল বাগানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন প্রজাতের ২৯টি গাছ কেটে দিয়েছে। প্রতিটি গাছের কুল এখনও কাঁচা/ফুলো।
তিনি আরও জানান, গত বছর ২৯ মে রাতে দূর্বৃত্তরা তার আরও একটি বাগানের কুল ও আম গাছ কেটে দেয়। যার ক্ষতির পরিমান ছিল প্রায় ৭ লক্ষ টাকা। সে সময় এ ব্যাপারে শার্শা থানায় সাধারন জিডি করলেও আজও কোন প্রতিকার হয়নি। জাকির হোসেন অভিযোগ করে বলেন বাগআঁচড়া ইউনিয়নে গত ২৮ নভেম্বরের ইউপি নির্বাচনে পরাজিত এক জন প্রতিনিধির কর্মি ও সমর্থকরা শত্রুতা করে এমন কাজ করছে বলে সন্দেহ করছেন। তিনি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, ফলের গাছ কাটা জঘন্যতম অপরাধ। তিনি বলেন গাছ কাটার ব্যাপারে অভিযোগ পেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৫:৫৭