লাইন ম্যান আকাশ জানায়, আমি উত্তর গাজিরচট এলাকার আল-আমীন এর ওরেঞ্জ নেট ওয়ার্কে দীর্ঘদিন ধরে লাইন ম্যান হিসেবে কাজ করে আসছি। বগাবাড়ি উত্তর গাজিরচট এলাকার তারা শেখের ছেলে রিপন, সুজন ও লিটন আমাদের নেটের মালিকের কাছে চাঁদা দাবী করে বিভিন্নভাবে লাইনের ক্ষতি করে আসছিলো। আমরা লাইনের কাজ করতে গেলে প্রায়ই আমাদের কাজে বাঁধা প্রদান করতো। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে যথাস্থানে লাইনের কাজে গেলে তারা আমার রাস্তার গতিরোধ করে এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকে।এক পর্যায়ে রিপন ব্লেট দিয়ে আমার পেটে পোচ মারতে গেলে আমি হাত দিয়ে ঠেকাইলে আমার বাম হাতে ৩টি পোচ লেগে রক্তাক্ত ও জখম হই।
পরে আমার আর্তচিৎকারে লোকজন ছুঁটে আসলে তারা পালিয়ে যায়। শেষে কোন উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শামিউল আলম বলেন, অভিযোগ যেহেতু হয়েছে সেহুতু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/অনিমা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯