এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অভিনব কায়দায় ছাগল চুরি করার সময় এক নারী চোরসহ ৩ চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাদেখড়িঞ্চা গ্রামে। আটক নারী সুফিয়া খাতুন (৪৫) দৌলতপুর গ্রামের বাসিন্দা ও অন্যরা হলেন আবু জার গিফারী (২৪), শাহ আলম মোড়ল (৩২) বেনাপোলের বারোপোতা গ্রামের বাসিন্দ বলে জানায় তারা।
এ বিষয়ে ছাগলের মালিক আব্দুল মান্নান ও ইমরান হোসেন চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এলাকাবাসী জানান, বিকেলে চোরেরা প্রকাশ্যে দিবালোকে তিন চোর ছাগল চুরির সময় জনতার হাতে আটক হয় এ সময় একটি ছাগল নিয়ে তাদের অপর দুইজন সহযোগী পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ছাগলসহ তাদের উদ্ধার করে হেফাজতেনেয়।স্থানীয়রা জানান, কয়েকদিন আগে গ্রামের এক কৃষকের তিনটি গরু চুরি হয়। যা আর পাওয়া যায়নি। এ নিয়ে তারা সতর্ক ছিলেন। শনিবার বিকেলে চোরেরা গ্রামের পাকা রাস্তায় একটি আলমসাধু রেখে মাঠে থাকা একটি ছাগলকে পাউরুটি খেতে দিয়ে ধরে ওই গাড়িতে তুলে নেয়। মাঠে কাজ করা কৃষকরা বিষয়টি বুঝতে পেরে জোট বেঁধে এক নারীসহ তিন চোরকে ধরে ফেলে। এ সময় একটি ছাগল নিয়ে চোর চক্রের অন্য দুই সদস্য গাড়ি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তিন চোরকে আটক করে গণপিটুনি দেয়ার সময় চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নেয়।
এদিকে পৌর শহরের বিভিন্নস্থান থেকে দিনে দুপুরে অন্তত ১০টি ছাগল চুরি হয়েছে। বেশিরভাগ ছাগলই নারী চোরেরা ধরে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।শহরের আ¤্রকানন পাড়ার বাসীন্দা মাষ্টার শামীম হোসেন জানান, তার একটি খাশি ছাগল কয়েকদিন আগে দিনের বেলায় চুরি হয়ে গেছে।শহরের আব্দুল কাদের বলেন বৃহ¯পতিবার সকালে তার একটি ছাগল বাড়ি থেকে শহরে বের হয়ে দুপুর গড়িয়ে বিকেলেও বাড়ি না ফিরলে বাচ্চা দুটির চেচামেচিতে আব্দুল কাদের ও তার স্ত্রী ছাগল খুঁজতে গেলে দোকানিরা বলেছে দুপুর বারোটার দিকে একজন মহিলা ছাগলটি ধরে নিয়ে গেছে।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক মুঠোফোনে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের গণপিটুনির হাত থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তাদের বিরুদ্ধে গ্রামের আব্দুল মান্নান ও ইমরান হোসেন চুরির বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। তাদের রবিবার আদালতে পাঠানো হবে।
কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪১