আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ শাহীন সরকারের টিউবওয়েল মার্কার সমর্থণে বিশাল নির্বাচনী মিছিলের আয়োজন করা হয়েছে। রোববার দুপুরে ৫নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি প্রথমে নরসিংহপুর তালতলা এলাকা থেকে শুরু করে বাংলাবাজার, বুড়িপাড়া ও গুমাইল এলাকাসহ ৫নং ওয়ার্ডের অন্যান্য গ্রাম প্রদক্ষিণ করে পূনরায় যথাস্থানে এসে শেষ হয়।
যুবলীগ নেতা মোঃ সালাউদ্দিন সরকার, মোঃ কিসমত সরকার, মোঃ আজম সরকার, মোঃ নূর মোহাম্মদ সরকার, মোঃ জসীম উদ্দীন পহলান, মোঃ হায়দার পহলান, আব্দুর রশীদ সরকার, মোঃ শফিক সরকার, মোঃ শরীফ সরকার, ইউনিয়ন আ.লীগ নেতা মোঃ হারেচ সরকার এবং সাবেক যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম সরকারসহ বিভিন্ন পেশার শ্রমজীবী জনতা এই মিছিল অংশগ্রহণ করেন। মেম্বার পদপ্রার্থী শাহীন সরকার বলেন, এই ওয়ার্ডের জনগণ যদি টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তাহলে আমি এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো। আমি যাতে জয়লাভ করে দশের সেবার করতে পারি এজন্য সকলের দোয়া ও প্রার্থণা কামনা করছি।
কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯