স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পর বিশ্বকাপ থেকে সরে যাচ্ছে পাকিস্তান, এমন গুঞ্জন বেশ কিছু দিন ধরেই ভেসে বেড়াচ্ছে বাতাসে। এমনকি শনিবার পিসিবি সভাপতি মহসিন নাকভিও ইঙ্গিত দিয়েছেন এমন কিছুর। এরই মধ্যে আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রোববার এক সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করা হয়। বিশ্বকাপটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ২০২১ সালের পর এক বা একাধিক আসরে খেলা অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আছেন আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও উসমান খান। ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান ‘ফিউশন ফর্মুলা’ অনুযায়ী তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এই ফর্মুলা অনুযায়ী তিন বছরের জন্য কোনো আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে সফর করবে না। নিরপেক্ষ ভেন্যুতেই ম্যাচ হবে।
পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে, তাহলে দুটি ম্যাচই হবে কলম্বোতে। যদি না ওঠে, তাহলে সেমিফাইনাল হবে কলকাতায় এবং ফাইনাল হবে আহমেদাবাদে। পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি। সেদিন কলম্বোতে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।
সুপার এইট পর্ব শুরু হবে ২১ ফেব্রুয়ারি কলম্বোতে। এই পর্ব শেষ হবে ১ মার্চ কলকাতায়। প্রথম সেমিফাইনাল ৩ মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ হবে ৮ মার্চ। ভেন্যু হবে আহমেদাবাদ অথবা কলম্বো।
পাকিস্তান দল:
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান এবং উসমান তারিক।
কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:০০