স্পোর্টস ডেস্ক : চারদিকে লাল, নীল, হলুদের আভা। পাঁচতারা হোটেল ওয়েস্টিনে এক হাজার স্কয়ারফিটের বলরুমের মাঝে সুসজ্জিত বক্সিং রিং। মঙ্গলবার (২০ জানুয়ারি) সেখানে তিন দেশের ২৪ জন ফাইটারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ডাবলহর্স নকআউট আন্তর্জাতিক বক্সিং কাউন্সিলের (ডব্লুবিসি) মুয়েথাই টুর্নামেন্ট (ডিএইচকে জিরো জিরো টু)।
স্বাগতিক বাংলাদেশ, কিরগিজস্তান ও থাইল্যান্ডের বক্সাররা বেল্টের জন্য লড়েন। দিনভর প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক মেহনাজ ইসলাম এবং ডব্লুবিসি মুয়েথাই ডিসিপ্লিনের নবনির্বাচিত সভাপতি, যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক ও ডাবলহর্স টায়ারের সিইও ইয়াসিন ইসলাম নাজেলসহ যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক জাকির হোসেন। %20(1)-696fc8c782aff.jpg)
গত বছরের অক্টোবরে বাংলদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডাবলহর্স নকআউট জিরো জিরো ওয়ানের সফল আয়োজন করেছিল যমুনা গ্রুপ। এবার দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর এমন আন্তর্জাতিক আসর আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান আন্তর্জাতিক মুয়েথাই ইভেন্টের সভাপতি, যমুনা গ্রুপের পরিচালক ও ডাবলহর্স টায়ারের সিইও ইয়াসিন ইসলাম নাজেল।
তিনি বলেন, গত বছরের অক্টোবরে আমরা প্রথম আসর করেছি। মাসতিনেকের মধ্যে দ্বিতীয় আসরের আয়োজন করলাম। আমাদের ইচ্ছে রয়েছে এ বছরেই আন্তর্জাতিক মুয়েথাই ইভেন্টের আরও বেশকটি ইভেন্ট আয়োজন করার। কারণ বাংলাদেশে এই একটি ইভেন্টই পুরো পেশাদারিত্ব বজায় রেখে আন্তর্জাতিকভাবে আয়োজন করা হয়ে থাকে।
আন্তর্জাতিক মুয়েথাই ইভেন্টের কর্মকর্তা অলিক ভৌমিক বলেন, দেশের বেশ কিছু জেলার জিমে ফাইটার তৈরি করা হয়। নাজেল স্যার এই ইভেন্টের জন্য সেখান থেকে বেশ কিছু ফাইটার এনে পরিচর্যা করেছেন। যেমন রাঙামাটিতে পেশাদার বক্সার সুরকৃষ্ণ চাকমার একটি জিম রয়েছে রাঙামাটি কম্বেট ফিটনেস জিম। সেখান থেকে আনা হয়েছে সাগরিকা চাকমাকে। %20(1)-696fc929663e1.jpg)
এ বিষয়ে স্বর্ণজয়ী জাতীয় ও পেশাদার বক্সার সুরকৃষ্ণ চাকমা বলেন, রাঙামাটিতে আমি প্রায় তিন বছর ধরে ছেলেমেয়েদের বক্সিং ফাইট প্রশিক্ষণ দিয়ে থাকি। তবে আমার কম্বেট ফিটনেস জিমে এক বছর ধরেই রয়েছে সাগরিকা। এবার সে আন্তর্জাতিক মুয়েথাই টুর্নামেন্টে অংশ নিয়েছে।
দিনব্যাপী টুর্নামেন্টে ১২টি বাউটের খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুটি ছিল মেয়েদের বাউট। বক্সার ২৪ জনের মধ্যে ১৭ জনই স্বাগতিক বাংলাদেশের। অপেশাদার তিন রাউন্ডের পাঁচটি বাউটে খেলেন বাংলাদেশের ইয়াসিন, আবিদ এলহাম, সাগরিকা চাকমা, শারমিনা বেগম, সাদিয়া ইসলাম, সাবরিনা সুলতানা, আবু হুরায়রা, মেহেদি হাসান এবং ইরফান আহমেদ ও নয়ন শেখ।
বাকি সাতটি পাঁচ রাউন্ডের পেশাদার লড়াইয়ের মধ্যে প্রধান বাউটে মূল বেল্টের জন্য লড়াই করেন কিরগিজস্তানের তিমুর চুইকভ ও থাইল্যান্ডের পেচানন। সেমি বেল্টের জন্য বাংলাদেশের মঞ্জুর আলম লড়েন থাই বুন চামার সঙ্গে। নয়ন শেখ, সাগরিকা চাকমা, আবু হুরায়রা, মো. ইয়াসিন, সাদিয়া ইসলাম জিতেছেন।
কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/রাত ১২:৩৩