স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা আজ। তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করছে। আজ পর্যন্ত তা হয়নি, সে কারণে আজ একটা ক্রিকেট ম্যাচও মাঠে গড়ায়নি। তবে এই অচলাবস্থা কী করলে কাটবে, সেটা আজ সংবাদ সম্মেলনে জানিয়েছে কোয়াব। সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, স্রেফ এম নাজমুল ইসলামের পদত্যাগের পরই এই বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসবেন ক্রিকেটাররা।
এই অচলাবস্থার শুরু গতকাল। বিশ্বকাপে খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এই প্রশ্ন গতকাল করা হয়েছিল এম নাজমুলকে। জবাবে বিস্ফোরক মন্তব্য করে উলটো তিনি প্রশ্ন তুলেছেন, ‘ক্রিকেটারদের পেছনে যে খরচ হয়, তার প্রতিদান ক্রিকেটাররা কী দিতে পেরেছেন? কেন? ওরা যদি কিছুই না করতে পারে, ওদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি, ওই টাকা কি আমরা ফেরত চাই? উত্তর দেন আমাকে। তাহলে বিশ্বকাপে না খেললে ক্ষতিপূরণ কেন দেব!’
ক্ষতিপূরণের প্রশ্ন ক্রিকেটাররা তুলতে পারবেন না বলে মন্তব্য করেছেন নাজমুল। তিনি বলেন, ‘আমাদের কোনো ব্যাখ্যা নেই। ক্ষতিপূরণের প্রশ্ন তুলতেই পারবে না ওরা। কারণ আমরা যে প্লেয়ারদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। একটা বৈশ্বিক কাপ আনতে পেরেছে? তাহলে তো এটাও বলতে পারি যে, তোমাদের পেছনে যা খরচ করেছি তা তোমাদের কাছ থেকে নিতে থাকি।’
এরপরই নাজমুলের পদত্যাগের দাবি তোলে কোয়াব। তা না হলে ক্রিকেট বয়কটের ঘোষণাও দেওয়া হয়। ক্রিকেটারদের এই দাবির পরও এম নাজমুল ইসলাম এখনো পদ ছাড়েননি। এর প্রভাব পড়েছে মাঠে। ঢাকা পর্বের প্রথম ম্যাচ খেলতে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা মাঠে আসেননি। এদিকে ছয় দলের ক্রিকেটাররা ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জড়ো হয়েছেন। আজ দুপুর নাগাদ সংবাদ সম্মেলনে আসেন সবাই।
সেখানেই সভাপতি মিঠুন বলেন, ‘আমরা খেলার বিপক্ষে না, কিন্তু সবকিছুর তো একটা লিমিট আছে! লিমিট ক্রস করে গেছে। এটা শুধু আমার বা আমাদের না, পুরো ক্রিকেটাঙ্গনকে অপমান করেছে। তিনি আইসিসির ট্রফি যদি বলি, তখন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা ইস্যুতে তিনি অস্বীকার করে গেছেন। তার কাছে বিশ্বকাপও কোনো কিছু না, ক্রিকেটের প্রতি কোনো শ্রদ্ধা নেই তার।’
নিজেদের অবস্থানে অনড় ক্রিকেটাররা, জানান মিঠুন। তিনি বলেন, ‘আমরা তাই ওখানেই অনড় আছি। আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। তারা খেলার জন্যে অ্যাপ্রোচ করেছেন। তবে আমরা দাবি মানার পরেই (মাঠে নামব)। তারা অতীতে অনেক ইস্যুতে সময় নিয়ে নিয়ে… আপনারা আমাদের স্ট্যান্ড হয়তো আজকে দেখছেন, আমাদের এই স্ট্যান্ড কিন্তু আজকের না, অনেক দিন অবজারভেশন, আমরাও চেয়েছিলাম যে বিসিবিতে যে পরিচালকগুলা আছেন, তাদের সবাইকে রেস্পেক্ট দিয়ে ক্লোজডোরে কীভাবে আলোচনা করে সমাধান করতে পারি।
এখানে ক্রিকেট ব্যাকগ্রাউন্ডের অনেক খেলোয়াড় আছেন, আমরা চাইনি যে ক্রিকেটের অসম্মান হোক। আমরা চেয়েছিলাম সব যেন সাইলেন্টলি যেন ঠিকঠাক হয়, কিন্তু আপনারা দেখতে পারছেন কিছুই হচ্ছে না। যদি বিসিবি থেকে এটার সমাধান হয়, তাহলে আমরা মাঠে নামব।’
কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:০০