নিউজ ডেক্স : রংপুরের বদরগঞ্জে ইথাইল অ্যালকোহল খেয়ে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুরে এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- আলমগীর (৪০), পিতা আমিরুল ইসলাম ও পূর্ব শিবপুরের সোহেল মিয়া (৩০), পিতা মৃত রফিকুল ইসলাম। এ ঘটনায় জয়নুল আবেদিন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জয়নাল আবেদীন কিসামত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলাম ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, অতিরিক্ত মাত্রায় নেশার সামগ্রী খেয়ে দুজন অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে গতকাল দিবাগত রাত ১০টায় আলমগীর হোসেন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ও সোহেল মিয়া রাত ১২টায় নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় মারা যান বলে জানা গেছে। তবে স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন ধরে নেশা করে। খবর পেয়ে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে দেখা হচ্ছে।
কিউএনবি/মহন/১২ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:৪৩