বিনোদন ডেক্স : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কারের ৮৩তম আসর। এবারের আসরে যেমন অনুমিত অনেকেই পুরস্কার জিতেছেন, ঠিক তেমনই ছিল চমকও। এ আসরে মাত্র ১৬ বছরেই গোল্ডেন গ্লোব জয় করে ‘অ্যাডোলেসেন্স’খ্যাত অভিনেতা ওয়েন কুপার। এর আগে গত বছর এমি অ্যাওয়ার্ডস জিতেছিল সে। একের পর এক পুরস্কার জয়ে আপ্লুত কিশোর অভিনেতা।
অভিনেতা ওয়েন কুপার কিশোর বয়সেই বাজিমাত করেছে। গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরা সহ-অভিনেতার পুরস্কার জয় করে নিয়েছে সে। এর আগে গত বছর এমি অ্যাওয়ার্ডস পায় সে। একের পর এক পুরস্কার জয়ে আপ্লুত কিশোর অভিনেতা। গ্লোডেন গ্লোবের মঞ্চে দাঁড়িয়ে আবেগে যেন গলা বুজে আসছিল তার। পুরস্কার হাতে বলে, গ্লোডেন গ্লোবের মঞ্চে যে দাঁড়িয়ে আছি, তা যেন এখনো বিশ্বাস হচ্ছে না। কী যে অভাবনীয় যাত্রাপথ ছিল আমার এবং আমার পরিবারের, তা বোধহয় সঠিকভাবে বর্ণনা করতে পারব না। অনেকে যা আমার এবং আমার পরিবারের জন্য করেছেন তাতে আমি সত্যি আপ্লুত।
পুরস্কার হাতে নিয়ে অতীত স্মৃতির পাতা ওলটালো কিশোর অভিনেতা। ওয়েন বলে, একসময় যখন নাটকের ক্লাস করতে যেতাম, তখন সেই ছিল একমাত্র কিশোর। তা নিয়ে মাঝেমধ্যে অস্বস্তিতেও পড়েছি। তবে তা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। তা সত্ত্বেও নাটকের ক্লাসে যেতাম। সে বলে, আমার আশপাশে থাকা অভিজ্ঞ অভিনেতাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।
উল্লেখ্য, গত বছরের ১৩ মার্চ নেটফ্লিক্সে ব্রিটিশ ওয়েব সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ মুক্তি পাওয়া মাত্রই হইচই পড়ে যায়। সামাজিক মাধ্যমে প্রশংসার বন্যা বয়ে যায়। এ সিরিজের স্টোরিটেলিং,অভিনয় এবং ক্যামেরার কাজ নিয়ে আলোচনা হতে থাকে সর্বত্র। ‘অ্যাডোলেসেন্স’-এর অনুসন্ধান আসলে ১৩ বছরের এক টিনএজারের মন নিয়ে, তার বেড়ে ওঠার পরিবেশ নিয়ে, এই সমাজ নিয়ে এবং এই সময় নিয়ে।
এই যে চতুর্দিকে ঘরে-বাইরে, অফিসে-পাড়ায়, স্কুলে, মিসোজিনির পতাকা উড়ছে, নারীর ওপর পুরুষের রাগ, সেখান থেকে হিংসা— এসব কিছুকে অনুসন্ধান করার সৎ প্রয়াস এ সিরিজ। এবার গ্লোডেন গ্লোবে পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছিল বহু প্রশংসিত সিরিজটি। মোট চারটি বিভাগে পুরস্কার ছিনিয়ে নেয় ‘অ্যাডোলেসন্স’। টিভি নমিনেশনে সেরা লিমিটেড সিরিজ হিসাবে মনোনীত হয় ‘অ্যাডোলেসেন্স’।
এ সিরিজটির জন্য সেরা অভিনেতা হিসাবে স্টিফেন গ্রাহাম, সেরা সহ-অভিনেত্রী ইরিন ডোহার্টি, সেরা সহ-অভিনেতা ওয়েন কুমার পুরস্কার জয় করেন।গোল্ডেন গ্লোব পুরস্কার দেশি-বিদেশি সিনেমা ও টেলিভিশন প্রোগ্রামের জন্য প্রদান করা হয়। এই মার্কিন পুরস্কারটি প্রতি বছর আনুষ্ঠানিক ডিনারের মাধ্যমে প্রদান করা হয়। সেই ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন পুরস্কারটির আয়োজন করে আসছে।
কিউএনবি/মহন/১২ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:০৮