ডেস্ক নিউজ : বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত আর অস্থিরতার সময়ে শান্তির দূত হয়ে এক নীরব বার্তা ছড়িয়ে দিচ্ছে একটি কুকুর। বৌদ্ধ ভিক্ষুদের সারির মাঝখানে শান্তভাবে হেঁটে চলা সেই কুকুরটির নাম ‘আলোকা’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে গেরুয়া বসনধারী ভিক্ষুদের সঙ্গে তার নির্বিকার সহযাত্রা দেখে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে সে—‘পিস ডগ’ হিসেবে।
ভিডিওতে দেখা যায়, ভিক্ষুদের মতোই নিরব, সংযত ভঙ্গিতে এক দেশ থেকে আরেক দেশে পা ফেলছে আলোকা। নেই দৌড়ঝাঁপ, নেই ভয়—শুধু নিঃশব্দে পথচলা। এই দৃশ্যই অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।
জানা গেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-গাজা সংঘাত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের অস্থির পরিস্থিতির প্রতিবাদে শান্তির বার্তা পৌঁছে দিতে টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন ১৯ জন বৌদ্ধ ভিক্ষু। প্রায় ২ হাজার ৩০০ মাইল দীর্ঘ এই যাত্রায় তাঁদের নিত্যসঙ্গী আলোকা।
আলোকা কোনো বিশেষ জাতের কুকুর নয়। সে জন্মেছিল কলকাতার রাস্তায়—আর পাঁচটা পথকুকুরের মতোই অবহেলায়। ফেলে দেওয়া খাবার খেয়ে দিন কাটত তার। কিন্তু কয়েক মাস আগে ভারতে ভ্রমণে আসা একদল বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে তার জীবন বদলে যায়।
বুদ্ধগয়া ও সারনাথ ঘুরে কলকাতায় এলে কুকুরটি নিজে থেকেই ভিক্ষুদের অনুসরণ করতে শুরু করে। তখন তার কোনো নাম ছিল না। ভিক্ষুরাই তার নাম দেন ‘আলোকা’। পালি ভাষায় যার অর্থ—আলো। ভিক্ষুদের মতে, আলোকের কপালের সাদা দাগ শান্তির প্রতীক বহন করে।
ভিক্ষুরা কুকুরটিকে সঙ্গে নিয়েই ভারত ভ্রমণ শেষ করেন এবং পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নিয়মকানুনের জটিলতায় এক মাস দেরি হলেও আলোকাকে ফেলে যেতে রাজি হননি তাঁরা।
২৬ অক্টোবর থেকে টেক্সাসে শুরু হওয়া এই শান্তি পদযাত্রা আমেরিকার অন্তত ১০টি অঙ্গরাজ্য অতিক্রম করবে। আগামী ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে গিয়ে যাত্রা শেষ হওয়ার কথা। পথে পথে কৌতূহলী মানুষ ভিড় করছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে আলোকাকে নিয়ে নানা পোস্ট।
কখনো ভিক্ষুদের সঙ্গে হেঁটে চলেছে, কখনো ক্লান্ত হয়ে রাস্তায় বসে পড়ছে—আবার বিশ্রাম নিয়ে এগিয়ে যাচ্ছে নতুন পথে। মাঝেমধ্যে গাড়িতেও উঠছে, তবে পথচলা থামছে না।
বিশ্ব যখন বিভক্তি আর সংঘাতে ক্ষতবিক্ষত, তখন গেরুয়া বসনধারী ভিক্ষুদের সঙ্গে কলকাতার এক পথকুকুরের এই যাত্রা হয়ে উঠেছে মানবতা ও সহাবস্থানের প্রতীক। কোনো ভাষণ নয়, কোনো স্লোগান নয়—শুধু নীরব পথচলায় শান্তির বার্তা পৌঁছে দিচ্ছে ‘পিস ডগ’ আলোকা।
সূত্র: আনন্দবাজার
কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৬,/সকাল ৮:০২