আন্তর্জাতিক ডেস্ক : নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কার্যক্রমের আওতায় শুনানির নোটিশ পাঠানো হয়েছে। এর ফলে তাকে নিজের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হবে বলে জানা গেছে।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি জনসভা থেকে বিষয়টি প্রকাশ্যে আনেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি।
তিনি বলেন, ‘বীরভূমে আসতে আসতে শুনলাম, এসআইআর-এর আওতায় নোবেলজয়ী অমর্ত্য সেনকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। যিনি দেশের নাম উজ্জ্বল করেছেন, যিনি নোবেল সম্মাননা পেয়ে বিশ্বে সুনাম অর্জন করেছেন, তাকে এসআইআর-এর নোটিশ পাঠিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকেও নোটিশ পাঠানো হয়েছে। যিনি ক্রিকেটে বিশ্বে অবদান রেখেছেন, বিশ্বকাপ খেলে দেশের নাম উজ্জ্বল করেছেন, তাকেও এসআইআর-এ নোটিশ পাঠিয়েছেন। হায় রে পোড়া কপাল, ভাবা যায়।’
সূত্রের বরাতে জানা গেছে, কবি জয় গোস্বামী, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দীপক অধিকারী (দেব), অভিনেতা কৌশিক ব্যানার্জিসহ আরও কয়েকজন পরিচিত ব্যক্তিকেও এসআইআর শুনানিতে হাজির হতে বলা হয়েছে।
কিউএনবি/অনিমা/৭ জানুয়ারী ২০২৬,/সকাল ১০:১৭