মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে শীতার্ত দুস্থ অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে জয়পুরহাট রেড ক্রিসেন্ট চত্বরে শীতপত্র বিতরণ করেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জয়পুরহাট রেড ক্রিসেন্টের সহ-সভাপতি মতিয়র রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভিন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য শরিফুল ইসলাম, মানিক হোসেনসহ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আজ ৫০০ জন শিক্ষার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া বিতরণের উদ্দেশ্যে আরো শীতবস্ত্রের চাহিদা দেওয়া হয়েছে।
কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৫০