আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সদস্যদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এসব রাজ্যে বাস করা অভিবাসী দমনে মোতায়েন করা হয় সামরিক বাহিনীর সদস্যদের। বিতর্কিত এই পদক্ষেপের জেরে ব্যাপক আইনি বাধা ও এবং আদালতের নিষেধাজ্ঞার মুখে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যার জেরে বুধবার (৩১ ডিসেম্বর) রাজ্যগুলো থেকে আপাতত ন্যাশনাল গার্ড সরিয়ে নেয়ার ঘোষণা দেন তিনি।
কিউএনবি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ দুপুর ২:১৬