আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইয়ালোভা প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আর ৯ কর্মকর্তা। কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামিক স্টেট (আইএস) সন্দেহভাজনদের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
সোমবার রাতে ইয়ালোভা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরের একটি গ্রামে অভিযান চালায় পুলিশ। সংশ্লিষ্টরা জানান, পুলিশ সদস্যরা বাড়ির কাছে পৌঁছালে সন্দেহভাজনরা গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গোলাগুলি। বন্দুকযুদ্ধ শেষ হলে ছয় আইএস সদস্য ও তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়।
ইয়ালোভা গভর্নরেট জানিয়েছে, আহত নয় পুলিশ কর্মকর্তাকে ইয়ালোভা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কেউই গুরুতর আহত হননি। গোয়েন্দা তথ্যে আইএস সদস্যদের আশ্রয় নেওয়ার তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়।
এর আগে নতুন বছর উপলক্ষ্যে ছুটির মৌসুমে তুরস্কজুড়ে সম্ভাব্য হামলার পরিকল্পনার অভিযোগে শতাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। তারই অংশ হিসেবে ইয়ালোভায় এ অভিযান চালানো হয়।
ইয়ালোভায় পাশের বুড়সা প্রদেশ থেকে বিশেষ বাহিনী পাঠানো হয়। তারা ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে অভিযান পরিচালনা করে। কর্তৃপক্ষ পাশের পাঁচটি স্কুলের ক্লাস স্থগিত ও আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে।
সূত্র: ইউরো নিউজ
কিউএনবি /অনিমা/২৯ ডিসেম্বর ২০২৫ /বিকাল ৪:১৭