স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটনে গত মাসে জোন্স প্রথম শ্রেণিতে অভিষেকে সেঞ্চুরি করেন। ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ ব্যাটার স্নেহিথ রেড্ডি, উইকেটকিপার আরিয়ান মামন, ফাস্ট বোলার ম্যাসন ক্লার্ক ও বোলিং অলরাউন্ডার জাসকারান সান্ধু আছেন এই দলে।
গত সপ্তাহে ব্যাট হাতে জাতীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চমৎকার পারফরম্যান্স করে বিশ্বকাপ দলে আছেন উগো বোগে, ব্র্যান্ডন মাতজোপৌলোস, মার্কো আলপে ও জ্যাকব কটার। সাবেক নিউজিল্যান্ড ব্যাটার অ্যান্টন ডেভচিচ দলের প্রধান কোচ।
যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাংলাদেশ তাদের বিশ্বকাপ শুরু করবে ভারতের বিপক্ষে। তারপর খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। গতবার সুপার সিক্সে বাদ পড়া দলটির শেষ গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রের সঙ্গে।
কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:২২