শান্তা ইসলাম ,নেত্রকোনা : জেলার সদর উপজেলার বিশিউড়া ইউনিয়নে বিশিউড়া বাজারে অসহায় শরিফ আহাম্মদ মাসুদের ও তার চাচাতো ভাই শাহীন এই হামলার শিকার হয়।
এই হামলা মারধর ও ১ লক্ষ টাকা লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে জানায়ে থানায় লিখিত অভিযোগকারী ও ভূক্তভোগী শরিফ আহাম্মদ মাসুদ বলেন,, পূর্ব শত্রুতার জের ধরে দাপুনিয়া গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ আশরাফ আলী, মৃত গোলাম আজিজের ছেলে মোঃ জিয়া রহমান,মৃত এরশাদ আলীর দুই ছেলে মোঃ শাহজাহান মিয়া ও মোঃ আবু আশা, মৃত গোলাম হোসেনের ছেলে মোঃ ফরাজ আলী মেম্বার, মোঃ আরমান হোসেনের ছেলে মোঃ আদনান এবং বাঁশাটী গ্রামের মৃত হাসেম আলী মাষ্টারের ছেলে মোঃ আলমগীর হোসেন, পাবিয়াজুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মোঃ মুরাদ হোসেনসহ আরো ২০/২৫ জন বিশিঊড়া বাজারে পথরুদ্ধ করে হামলা মারধর করে এবং জোরপূর্বক ১ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায় ।
ভুক্তভোগী শরীফ আহম্মদ মাসুদ বলেন,আমার চাচাতো ভাই শাহীন কে ঘরে আটকিয়ে রেখে মারধর করে ।মারতে মারতে প্রাণনাশের হুমকি দিয়ে পরিবরতীতে হাসপাতালে যাওয়ার পথে বিশিউরা সিএনজি স্টেন্ডে দ্বিতীয় দফায় হামলা করে হাসপাতালে যেতে না দেওয়ার জন্য আক্রমণ করে। আমি ও আমার চাচাতো ভাইয়ের ডাকে পথচারীর সহায়তায় এগিয়ে আসলে কোন মতে প্রানে বেঁচে হাসপাতালে ভর্তি হতে পেরেছি। আমি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি ।
এই ঘটনায় আমি ও আমার পরিবার প্রাণনাশের হুমকিতে আছি।এ ব্যাপারে নেত্রকোনা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই শাজাহান বলেন, তদন্ত করেছি মসজিদের জমি নিয়ে দুই পক্ষের ঝগড়া হয়েছে, মসজিদের ওয়াকফ করা সম্পত্তি মসজিদকে না দেওয়ার পাল্টা অভিযোগ করেছে প্রতিপক্ষ আশরাফ আলী।
তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহান আরোও বলেন, এব্যাপারে কোন সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ খুঁজে পাওয়া যায় নাই। ,অপরদকে ভূক্তভোগী শরীফ আহম্মদ মাসুদ ও তার ভাই শাহীন মার খেয়ে টাকা হারিয়ে অসহায় হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন।
কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:১২