জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : গুইমারা রিজিয়নের অভিযানে অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫ ইং) সকাল সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়ন এমপি চেকপোস্টে মেজর মিয়ান সাইফুল ইসলাম, পিএসসি এর দিক নির্দেশনায় কাঠ বোঝাই ৫টি ট্রাক আটক করা হয়।
পরবর্তীতে গুইমারা রিজিয়ন এর জিএসও-২ এর উপস্থিতিতে কাগজপত্র যাচাই বাচাই করে প্রায় ৬৮০.২০ ঘনফুট অবৈধ কাঠ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১৪,০২,৪৯০ টাকা মাত্র। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে জন থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই অঙ্গীকার দৃঢ়ভাবে পালন করবে।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:৪৫