রৌমারী, কুড়িগ্রাম প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে ইতোমধ্যে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্রার্থী আজিজুর রহমানের বিরুদ্ধে কয়েকটি বিষয় আলোচিত হয়ে আসছে। এর আগে অত্র আসনের তিন উপজেলা রৌমারী, রাজিবপুর ও চিলমারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর সন্ধ্যায় রৌমারীতে আজিজুর রহমান এর বিএনপির প্রার্থিতা বাতিল করে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন প্রদান করার জন্য মশাল নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নারী পুরুষের এই মিছিলে মমতাজ হোসেন লিপিকে অবিলম্বে প্রার্থী ঘোষণার জন্যে জোড় দাবি জানানো হয়।
স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ ছাত্রদল, যুবদল, কৃষকদল,স্বেচ্ছাসেবকদল ও মহিলাদলের অনেক নেতাকর্মী মশাল মিছিলে অংশ গ্রহণ করেন। মশাল মিছিল শেষে কয়েকজন বক্তা আজিজুর রহমানের মনোনয়ন বাতিল করে কেন মমতাজ হোসেন লিপিকে প্রদান করতে হবে তার যুক্তি উপস্থাপন করেন। বক্তারা বলেন মমতাজ হোসেন লিপি কুড়িগ্রাম-৪ আসনে সবচেয়ে জনপ্রিয় এক মুখ।এখানে তার পুর্ন অবস্থান সুসংহত।
২ মমতাজ হোসেন লিপি’র পিতা দু’বার রৌমারীতে ইউনিয়ন চেয়ারম্যান, দুবার উপজেলা এবং দুবার নির্বাচিত এমপি নির্বাচিত হয়েছিলেন। তার বাবার মৃত্যর পর তার আপন চাচা অত্র আসনের এমপি ছিলেন। রাজিবপুরে তার নানা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। আরও বলেন কুড়িগ্রাম-৪ আসনে ২০১৮ সালের বিএনপির প্রার্থী জনাব আজিজুর রহমান নির্বাচনের পর থেকে বিগত ৭ বছর এলাকায় আন্দোলন সংগ্রাম ও ভোটের রাজনীতিতে সম্পুর্ন অনুপস্থিত ছিলেন। তার আপন ভাই এই আসনে মোস্তাফিজার রহমান জামায়াতে ইসলামীর প্রার্থী।
কাজেই একই পরিবারে দুই ভাই প্রতিদ্বন্দ্বী এমপি প্রার্থী হিসাবে সংশয়, সন্দেহ ও বিভ্রান্তির সৃষ্টি করবে বিধায় বিএনপির হাই কমান্ড কোন ডামি প্রার্থীর ঝুঁকি গ্রহণ করবেনা। সেক্ষেত্রে বক্তাগণ ধানের শীষকে বিজয়ী করতে মমতাজ হোসেন লিপির কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন।
কিউএনবি/আয়েশা/১১.১২.২০২৫/রাত ১০.৩০