আর মুম্বাইয়ে নেমেই প্রিয়াঙ্কা চোপড়া সরাসরি সঞ্চালক কপিল শর্মার উদ্দেশে ছুঁড়ে দিয়েছেন একরকম ‘হুঁশিয়ারি’! ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনের একটি বিশেষ পর্বে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। শোয়ের চতুর্থ সিজনের প্রোমো ইতোমধ্যেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। কারণ এই নতুন সিজনে কপিল শর্মাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে, যা দর্শক-অনুরাগীরা আগে কখনও দেখেননি। কখনও জেন-জি বাবা, কখনও তাউজি, আবার কখনও রাজা কিংবা মন্ত্রীর বেশে আবির্ভূত হবেন এই কৌতুক অভিনেতা। এছাড়া, শোয়ের অন্যান্য চরিত্রগুলিতেও এসেছে আমূল পরিবর্তন।
প্রতিবারের মতো এই সিজনেও কপিল তার কৌতুকের মোড়কে তারকাদের জীবনের নানা খুঁটিনাটি বিষয় জানতে চাইবেন। অন্যান্য তারকারা কপিলের মুখোমুখি হতে কিছুটা ‘ভয়’ পেলেও প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু ব্যতিক্রম। বরং, তিনি উল্টো সঞ্চালককে ‘তৈরি থাকার’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এতে প্রশ্ন উঠেছে, কপিলের শোতে কি তবে এবার ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার ভয়ে ‘জুজু’ দেখছেন সঞ্চালক কপিল শর্মা? নাকি এই আন্তর্জাতিক তারকার সামনে এবার ভিন্ন কিছু ঘটতে চলেছে, যার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে কপিলকে তা জানতে অপেক্ষা করতে হবে শো সম্প্রচার হওয়া পর্যন্ত।
কিউএনবি/মহন/১১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৫২