বার্নাব্যু থেকে জয় নিয়ে ফিরল সিটি, আর্সেনালের ছয়ে ছয়
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
৩৯
Time View
স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ১-২ ম্যানচেস্টার সিটি
বার্নাব্যুয়ে আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদই। তবে জয়টা পায়নি। কারণ, আক্রমণে ছিলেন না এমবাপ্পে। যা তাদের বেশ ভুগিয়েছে। প্রথমে অবশ্য লিড পেয়েছিল রিয়াল। জুড বেলিংহ্যামের কাছ থেকে বল পেয়ে, দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।
তবে প্রথম হাফে ৮ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে বিরতিতে যায় সিটি। ৩৫তম মিনিটে চেরকির কর্নার হেড করেন জোস্কো গভার্দিওল, তবে তা ঠেকালেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি রিয়াল গোলরক্ষক। কাছে থাকা ও’রাইলি বল পেয়ে জালে পাঠান।
৪৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে লিড এনে দেন হলান্ড। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার বেশকিছু সুযোগ নষ্ট করে রিয়াল। ফলে ২-১ গোলের হার নিয়ে নিজেদের মাঠ ছাড়তে হয় তাদের। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো সিটি, সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রিয়াল।
ক্লাব ব্রুগ ০-৩ আর্সেনাল
আর্সেনালের জয়ে ধারা অব্যাহত রয়েছে। শেষ গেম উইলকে বায়ার্নকে হারানোর পর, বুধবার তুলনামূলক দুর্বল দল ক্লাব ব্রুগকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্তেতার দল।
ব্রুগের বিপক্ষে জোড়া গোল করেন মাদুয়েকে (বাঁয়ে)।
ম্যাচের ২৫তম মিনিটে মাদুয়েকে গানারদের লিড এনে দেয়। এরপর প্রথম হাফে আর গোল করতে পারেনি তারা। ৪৭ মিনিটে আবারও গোল করেন ইংলিশ উইঙ্গার মাদুয়েকে। আর ৫৬তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলি আর্সেনালের সহজ জয় নিশ্চিত করে।
ক্লাব ব্রুগের মাঠে খেলা হলেও বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে আর্সেনালই। ৬ ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষেই রয়েছে তারা।
এদিকে রাতের আরেক ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ফরাসি ক্লাব পিএসজি। সান মেমেসে ৭২ শতাংশ বল ও ১৮টি শট নিয়েও গোল করতে পারেনি বারকোলা-ভারাস্কেলিয়ারা।