স্পোর্টস ডেস্ক : বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে কৃষি কর্মকর্তাদের চাকরি থাকবে না বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় পেঁয়াজের দাম বাড়ানোয় জড়িতদের খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।
পেঁয়াজের দাম যারা বাড়িয়েছেন, তাদের খুঁজে বের করবেন জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম ৪০ টাকা বেড়েছে। এটা কারসাজি করে বাড়ানো হয়েছে। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে হবে। তিনি আরও বলেন, ৭০ ভাগ আমন ধান কাটা হয়েছে। ফলন ভালো হয়েছে। সবজির দাম সহনীয় আছে। সামনে আরও দাম কমবে। তবে এমনভাবে দাম যেন না কমে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।
আলু চাষীদের সহায়তার বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আলুতে এবার চাষীরা ক্ষতির শিকার হয়েছেন। আলুর ক্ষেত্রে কৃষককে ভর্তুকি দেয়ার চিন্তা ভাবনা চলছে। আমাদের দেশের আলুর জাত উন্নত না হওয়ায় রফতানি করা যাচ্ছে না বলেও জানান তিনি।
কৃষি উপদেষ্টা জানান, ওসি-এসপিদের লটারির মাধ্যমে বদলি করা হয়েছে, কৃষি কর্মকর্তাদেরও একইভাবে বদলি করা হবে। তিনি বলেন, ‘এরমধ্যে ২ জনকে বদলি করেছি। সবাই ভালো জায়গায় বদলি হতে চায়। এখানে ভালো মানে হলো যেখানে টাকা পয়সা আছে এমন জায়গা।’
কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:১২