স্পোর্টস ডেস্ক : সপ্তম ক্যারম বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে অংশ নেন হাফিজুর রহমান, হেমায়েত মোল্লা, আনিছ আহমেদ, বাসু দাশ, আফসানা নাসরিন, ফারজানা বানু, শামছুন নাহার মাকসুদা ও আছিয়া সুলতানা। পুরুষ দ্বৈতের খেলায় বাংলাদেশ ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে হেরেছে। বাংলাদেশের দুই খেলোয়াড় হাফিজুর ও হেমায়েত একটি করে স্লাম (একবারে সকল গুটি ফেলে দেওয়া) করেন।

ক্যারম ঘরোয়া কিংবা গ্রামীণ সমাজে বেশ জনপ্রিয় খেলা। তবে জাতীয় প্রতিযোগিতায় তেমন আলোড়ন তোলে না। বিশ্বকাপ ক্যারমে বাংলাদেশ নিয়মিত অংশগ্রহণ করে। এর আগেও পদক পেয়েছে তারা।
কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:০০