স্পোর্টস ডেস্ক : অভিষেক শর্মা আরও এক ইতিহাস গড়লেন। পঞ্জিকাবর্ষে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে তিনি ছুঁলেন ১০০ ছক্কার মাইলফলক। চলতি সাইয়দ মুশতাক আলি ট্রফিতে তার ছক্কার সংখ্যা এখন ১০১।
২০২৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের ব্যাট পুরো বছর জুড়েই দাপট দেখিয়েছে। ৩৬ ইনিংসে তার সংগ্রহ ১৪৯৯ রান। সর্বোচ্চ স্কোর ১৪৮। গড় ৪২.৮২। স্ট্রাইক রেট ২০৪.২২। এই সময়ে তিনি করেছেন তিনটি সেঞ্চুরি ও নয়টি ফিফটি। মুশতাক আলী ট্রফিতে তিনি এখন পর্যন্ত করেছেন ৩০৪ রান। গড় ৫০.৬৬। স্ট্রাইক রেট প্রায় ২৫০। করেছেন একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি। তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
এই বছর তিনি টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটারও হয়েছেন। এশিয়া কাপ ২০২৫-এ তিনি সবচেয়ে বেশি রান করেন—৭ ইনিংসে ৩১৪। পান টুর্নামেন্টসের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।
কিউএনবি/খোরশেদ/০৭ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৩০