ডেস্ক নিউজ : সারা দেশের দৃষ্টি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। কারণ, দীর্ঘ ১৫ দিন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হাসপাতালটিতেই।
উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন হাসপাতালের সামনে। তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সরব উপস্থিতি।
বেগম জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন নেয়ার সবশেষ তারিখ ছিল আজ রোববার (৭ ডিসেম্বর)। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনই লন্ডন যাচ্ছেন না তিনি। এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হলেও অপরিবর্তিত বেগম জিয়ার শারীরিক অবস্থা। এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। শুক্রবার লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডা. জুবাইদা রহমান আছেন সার্বিক তদারকিতে।
৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এদিকে, সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া ও প্রার্থনা সভা। সকালে পল্টনের ভাসানী মিলনায়তনে ছাত্রদলের সাবেক নেত্রীদের আয়োজনে দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
কিউএনবি/খোরশেদ/০৭ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৪০