শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। আজ বুধবার (৩ডিসেম্বর) সকাল ১১টায় জেলা সমাজসেবা কমপ্লেক্সে- কারিতাস ও নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নেত্রকোণা এইসব অনুষ্ঠানের আয়োজন করে।
এরআগে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ্ আলমের সভাপতিত্বে শহর সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন – জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন – অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ও ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা।
স্বাগত বক্তব্য দেন – সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন – কারিতাসের এ্যানিমেটর সারেন তজু, রাজুর বাজার কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, অটিজম বিষয়ক সহকারী পরিচালক মো. জাকারিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী। জাগরণ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক কেএম জামী, সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান
। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৫টি হুইল চেয়ার, ২টি ট্রাই সাইকেল, ২টি স্মার্ট সাদাছড়ি, ১টি কর্ণার চেয়ার বিতরণ। এছাড়াও সফল প্রতিবন্ধী ব্যাক্তি পাইয়িম মিয়া সহ প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করায় তিনজনকে ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন – প্রতিবন্ধী শিশুদেরকে পরিবারের বোঝা মনে না করে অধিক মায়া মমতায় যত্ন নিয়ে শিক্ষিত ও কর্মক্রম ব্যাক্তি হিসাবে গড়ে তোলার উদাত্ত আহবান জানান।
কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২০