স্পোর্টস ডেস্ক : ক্রিকেট প্রতিভার ভাণ্ডার পাকিস্তান। ইমরান খান, শোয়েব আখতার, ওয়াকার ইউনুস, শহীদ আফ্রিদি থেকে শুরু করে আধুনিক যুগের বাবর আজম—পাকিস্তানকে যুগে যুগে বিশ্বমানের তারকা উপহার দিয়েছে দেশটি। এখন প্রশ্ন একটাই—পরবর্তী সুপারস্টার কে?
দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ওয়েইন পারনেলের চোখে সেই ভবিষ্যৎ তারকা হলেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার মায সাদাকাত। পারনেলের মতে, তার মধ্যে রয়েছে পরবর্তী মহাতারকা হওয়ার সব সম্ভাবনা।
মায সাদাকাত
মায সাদাকাত। স্পিনিং অলরাউন্ডার। সবশেষ পাকিস্তান শাহিনসের হয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ-এ নিজের জাত চিনিয়েছেন। এখন খেলছেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)-এ জানকপুর বোল্টসের হয়ে। এই দলের অধিনায়ক সাবেক অভিজ্ঞ প্রোটিয়া পেসার পারনেল।
২০ বছর বয়সী সাদাকাত বোল্টসের হয়ে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছেন। ৩১.৬৬ গড়ে করেছেন ৯৫ রান, স্ট্রাইক রেটে ১৭৯.২৪। বাঁহাতি এই ওপেনার সবশেষ গতকাল চিতওয়ান রিনোসের বিপক্ষে ৩০ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। বল হাতেও বেশ কার্যকর বাঁহাতি অর্থোডক্স এই বোলার। ৬.৫০-এ দারুণ ইকোনোমি রেটে ২৬ গড়ে নেয়েছেন ৩ উইকেট।
বোল্টের হয়ে দারুণ পারফরম্যান্সে অধিনায়ক পারনেলের প্রশংসা কুড়িয়েছেন সাদাকাত। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে পারনেল মাযের সঙ্গে একটি সেলফি শেয়ার করে ক্যাপশন লিখেছেন, ‘পাকিস্তানের পরবর্তী সুপারস্টার (মায সাদাকাত)।’
সবশেষ এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে সাদাকাতের পাফরম্যান্সেই স্পষ্ট কতটা প্রতিভাবান এই ক্রিকেটার তিনি। ব্যাটে-বলে দুর্দান্ত অবদানে টুর্নামেন্টে পাকিস্তানের শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জিতেছেন ‘প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট’।
আট দলের এশিয়া কাপ রাইজিং স্টারসে সর্বোচ্চ রান সংগ্রাহক এই সাদাকাতই। চোখধাঁধানো ১২৯ গড়ে ৫ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৫৮ রান। করেছেন দুটি অপরাজিত হাফ-সেঞ্চুরি। ৭.৪২ গড়ে বল হাতে নিয়েছেন ৭ উইকেট। ইকোনমি রেট আরও চমকজাগানিয়া, ৪.৩৩!
এই প্রতিযোগিতায় গ্রুপপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ভারতের বিপক্ষেই সবচেয়ে সেরা পারফরম্যান্স উপহার দেন সাদাকাত। বল হাতে মাত্র ১২ দিয়ে ২ উইকেট নেওয়ার পর ৪৭ বলে ৭৯ রানের অসাধারণ এক অপরাজিত ইনিংস খেলেন।
পারফরম্যান্সের এই ধারা বজায় রেখে সাদাকাত কত দূরে যান সেটাই দেখার। ওয়েইন পারনেলের ভবিষ্যতবাণী বাস্তবে রূপ দিয়ে সাদাকাত পাকিস্তানের মহাতারকা হতে পারার বিষয়টা সময়ের হাতেই ছেড়ে দেওয়া যাক।
কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:০১