সৈয়দ সময় , নেত্রকোনা : নেত্রকোণা জেলা পূর্বধলা উপজেলায় ইসবপুর পালের ঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় ২ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের কাজ চলছে। প্রীতম এন্টারপ্রাইজ নামের ঠিকাদার মোঃ সাইফুল ইসলাম এই কাজটি করছেন।এই ব্রীজ নির্মাণ নিয়ে স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে মান ও সময় ব্যবস্থাপনা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।
এর মধ্যে সেতুর নিজ থেকে মাটি উত্তোলনে ব্রীজটি ফিটনেস হারিয়েছে। জানা গেছে, ঠিকাদারের নির্দেশে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করা হয়েছে। এ প্রকল্পের নির্ধারিত সময়সীমা কয়েক দফা বাড়ানো হলেও এখনও কাজ সম্পূর্ণ হয়নি। নির্মাণকাজে ব্যবহৃত পাথর, বালু ও অন্যান্য উপকরণের মান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। এছাড়া ঢালাই ও ফিনিশিং কাজেও শৈথিল্যের অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন জানান, ব্রীজের নিজ থেকে যারা মাটি উত্তোলন করেছে তাদের সেই মাটি ভরাট করে দিতে হবে।
আমরা নিয়ম অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছি। যদি কোথাও ক্রুটি থেকে থাকে, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে তিনি আরও বলেন কাজ এখনো চলমান, রয়েছে আমরা নিয়মিত তদারকি করছি। সঠিকভাবে কাজ সম্পন্ন নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে।স্থানীয়দের প্রত্যাশা,সরকারি অর্থে নির্মিত এই সেতুটি মানসম্পন্নভাবে সম্পন্ন হলে এলাকার যাতায়াত ও অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৪৪