ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচটিকে গুরুত্ব সহকারে দেখছেন বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচ শন টেইট। তার মতে, প্রতিপক্ষ যেই হোক, ভালো খেলা আর জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে দলকে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে আগে সংবাদ সম্মেলনে শন টেইট বলেন, ‘বেশি জটিল করে ভাবতে চাই না। ভালো খেলে ম্যাচ জিততে চাই। আন্তর্জাতিক ম্যাচ জেতা মানেই আত্মবিশ্বাস পাওয়া। গত ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে হবে। আশা করি কালও জিতব।’ সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রতিপক্ষের লড়াকু পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবে দেখছেন টেইট। ‘আয়ারল্যান্ড ভালো খেলেছে, তাদের ভালো খেলোয়াড় আছে। টি-টোয়েন্টিতে তারা গোছানো দল। আমরা এমন চ্যালেঞ্জই চেয়েছিলাম। পরের সিরিজই তো বিশ্বকাপ।
বিশ্বকাপের আগে এসব পরীক্ষা আমাদের আরো প্রস্তুত করবে,’—বলেন তিনি। শেষ ম্যাচে সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম কিছুটা ব্যয়বহুল হলেও সেটিকে স্বাভাবিক বলেই দেখছেন কোচ। তিনি বলেন, ‘আমি তো নির্বাচক নই। তবে এমন হতেই পারে। কখনো বেশি রান খরচ করবেন, কখনো আবার ভালো বল করবেন। কাল সবার সামনে আবার ভালো খেলার সুযোগ আছে। ব্যাটিং হোক, বোলিং হোক, পেস কিংবা স্পিন। টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা ধরে রাখা কঠিন। তবে পরের ম্যাচটায় তো ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে। ছেলেদের এটাই করতে বলেছি।’দলে অঙ্কনকে নেওয়া বা পরিকল্পনা নিয়ে প্রশ্নে টেইট বলেন, ‘এটা নির্বাচকদের জিজ্ঞেস করবেন।
এটা নিয়ে কিছু জানলে বলতে পারতাম। এটা আমার কাজ নয়। বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী টেইট। ‘আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ, যেই হোক, আমাদের ভালো ক্রিকেট খেলতেই হবে। আমরা কালও সেরাটা দেওয়ার চেষ্টা করব। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ আছে। সেখানেই প্রস্তুতি আরও ভালো হবে,’ বলেন তিনি। বাংলাদেশের পেস অ্যাটাকে তাসকিনের প্রভাব নিয়ে টেইট বলেন, ‘তাসকিনকে টি-টেন খেলতে দেখেছি। ওর সাথে আমার দারুণ সম্পর্ক। আমাদের জন্য সে ইম্পরট্যান্ট প্লেয়ার। সিনিয়র প্লেয়ার, ভালো লিডার। তার সাথে নিয়মিতই কথা হচ্ছে।
’ টেইটের মতে, বর্তমানে বাংলাদেশে যতগুলো হাই কোয়ালিটি পেসার আছে, এটা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক। ‘অনেক খেলোয়াড় থেকে আমাদের কয়েকজন বেছে নিতে হচ্ছে, ব্যাপারটা ভালো। এবারই প্রথম বোধহয়, বাংলাদেশের ক্রিকেটে, এতজন হাই কোয়ালিটি বোলার থেকে আমাদের বেছে নিতে হবে। প্রত্যেক বোলার জানে প্রতিযোগিতা কতটা। তাই প্রতিদ্বন্দ্বিতা অনেক। সংখ্যায় বেশি হলে প্রতিযোগিতাও বেড়ে যায়,’ বলেন অস্ট্রেলিয়ান এই কোচ। মুস্তাফিজুর রহমান সম্পর্কে প্রশংসা করে টেইট বলেন, ‘ফিজ অভিজ্ঞতায় ভরপুর। সে জানে তার শক্তির জায়গা। আইপিএল থেকে সব জায়গায় তাকে চাওয়া হয় কারণ সে ওয়ার্ল্ড ক্লাস।
’দুই বাঁহাতি পেসার সম্পর্কে টেইট বলেন, ‘শরিফুলের জন্য ভালো যে দলে মুস্তাফিজ আছে। নতুন বলে তার স্কিল ভালো। আর সাইফউদ্দিন স্কিলফুল, ব্যাট হাতেও অবদান রাখছে। আমি শুধু তাদের শক্তির জায়গা আরো শাণিত করতে সাহায্য করছি।’বিপিএলকে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইতিবাচক বলছেন টেইট। তিনি বলেন, ‘আমি ইঞ্জুরি নিয়ে ভাবছি না। এটা তো আমার নিয়ন্ত্রণে নেই। বিপিএল হচ্ছে বিশ্বকাপের আগে এটা ভালো দিক। খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাঝেই থাকবে। ব্যাপারটা ইতিবাচক। ইঞ্জুরি যেকোনো সময় যেকোনো জায়গায় হতে পারে। এটা আমার হাতে নেই, আমি বিশ্বকাপ নিয়েই ভাবছি ফাস্ট বোলিং কোচ হিসেবে।’
কিউএনবি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০৩