স্পোর্টস ডেস্ক : বিপিএলের নিলামে বিদেশি ক্রিকেটারদের নিয়ে দলগুলোর মধ্যে কাড়াকাড়ি এবার খুব একটা দেখা যায়নি। তবে এই নিরুত্তাপ আবহের মধ্যেই এক বড় চমক উপহার দিয়েছে রংপুর রাইডার্স। সবাইকে অবাক করে দিয়ে তারা দলে ভিড়িয়েছে এমিলিও গে নামের এক ইতালিয়ান ক্রিকেটারকে। ১০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যে এই বাঁহাতি ওপেনারকে কিনে নিয়েছে দলটি। কে এই এমিলিও গে? ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের জন্ম ইংল্যান্ডের বেডফোর্ডে। বাবা গ্রেনাডিয়ান আর মা ইতালিয়ান। মায়ের সুবাদেই ইতালির জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা তার।
কিউএনবি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:১৩