বিনোদন ডেক্স : ঠিক এক যুগ আগে ব্যান্ড তারকারা জোট বেঁধে ১ ডিসেম্বরকে ‘ব্যান্ড দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছিলেন। সেই সঙ্গে কিংবদন্তি শিল্পী, সংগীত পরিচালক ও ব্যান্ডসংগীতের অগ্রসৈনিক আইয়ুব বাচ্চু প্রস্তাব রেখেছিলেন ব্যান্ড দিসব উপলক্ষে একটি উৎসব করার। তাঁর সেই প্রস্তাবে সাড়া দিয়ে বেসরকারি টিভি চ্যানেলে চ্যানেল আই কর্মকতারা ২০১৪ সালে প্রথমবার ‘ব্যান্ড ফেস্ট’-এর আয়োজনের মধ্য দিয়ে সাড়া ফেলেছিলেন দেশজুড়ে। এরপর প্রতি বছর ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে আসছে আইয়ুব বাচ্চু ও চ্যানেল আই প্রবর্তিত এই সংগীত উৎসব। তারই ধারাবাহিকতায় আজ চ্যানেল আই প্রাঙ্গণে বসতে যাচ্ছে ১২তম ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০২৫’।
ডিসেম্বর আসার আগে থেকে এ আয়োজন নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল চোখে পড়ে। চ্যানেল আই প্রসঙ্গে দর্শক ভিড় মনে করিয়ে দেয়, এটি তাদের এক বহু কাঙ্ক্ষিত আয়োজন। শুধু তাই নয়, প্রতি বছর অগণিত দর্শক টিভিতে সরাসরি এই আয়োজন উপভোগ করে আসছেন। যা প্রমাণ করে, আইয়ুব বাচ্চু দেশীয় ব্যান্ডগুলো নিয়ে যে উৎসবের পরিকল্পনা করেছেন, তা দারুণভাবে সফল। এবার আয়োজনে অংশ নেওয়া অন্যান্য ব্যান্ডের তালিকায় রয়েছে দেশের প্রথম সারির আরও ব্যান্ড ফিডব্যাক, নোভা, শিরোনামহীনসহ নব্বই দশকের আলোচিত ব্যান্ড স্টারলিং। তাদের সঙ্গে ব্যান্ড লাইনআপ নিয়ে মঞ্চে উঠবেন পাশ্চাত্য ঘরানার গানের জনপ্রিয় শিল্পী মেহরীন ও তরুণ।
ব্যান্ড ফেস্ট নিয়ে ফিডব্যাকের দলনেতা ও কি-বোর্ডিস্ট ফোয়াদ নাসের বাবুর কথায়, ‘আইয়ুব বাচ্চুর উদ্যোগেই এটি চ্যানেল আইয়ে চালু হয়েছিল। ব্যান্ড এখন বাংলা মূলধারার সংগীতের অংশ। তাই আমরা এখানে যেমন কাজ করছি, ভবিষ্যৎ প্রজন্মও একইভাবে কাজ করতে পারবে বলেই বিশ্বাস করি। চ্যানেল আইয়ের বার্তাপ্রধান, পরিচালক শাইখ সিরাজ বলেন, ‘তারুণ্যকে জাগিয়ে তোলে ব্যান্ড সংগীত। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ব্যান্ডের শুরুর দিকে পথচলা সহজ ছিল না। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদের ব্যান্ডগুলো আজকে এই অবস্থায় এসেছে। আমরা চ্যানেল আই থেকে প্রতিবারই প্রয়াত আইয়ুব বাচ্চুর চাওয়াকে সম্মান জানিয়ে দিনটি বিশেষভাবে পালন করার চেষ্টা করি। আশা করি, প্রতি বছরের মতো এবারও ব্যান্ড সংগীতের এই উৎসবটি সফল হবে।’
কিউএনবি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:০৫