স্পোর্টস ডেস্ক : লা লিগায় সময়টা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। এলচে ও রায়ো ভায়েকানোর পর এবার টেবিলের তলানির দল জিরোনার সঙ্গেও পয়েন্ট ভাগাভাগি করতে হলো জাভি আলোনসোর শিষ্যদের। এমবাপ্পে-ভিনিসিয়ুসদের নিয়ে গড়া তারকাবহুল দলটি ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে। টানা তৃতীয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে লস ব্লাঙ্কোসরা। আর শীর্ষে উঠে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল রিয়াল মাদ্রিদ। রক্ষণভাগ ৪৫ মিনিট পর্যন্ত জিরোনার আক্রমণ ঠেকিয়ে রাখলেও বিরতির ঠিক আগ মুহূর্তে খেই হারায়। মরক্কান মিডফিল্ডার আজজেদিন উনাহির দুর্দান্ত এক গোলে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিক জিরোনা।
কিউএনবি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৩৯