স্পোর্টস ডেস্ক : আগামীকাল (মঙ্গলবার) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। তার আগে আজ (সোমবার) সংবাদ সম্মেলনে টেইট বলেন, ‘আমাদের চিন্তাভাবনা খুব বেশি জটিল করার প্রয়োজন নেই। আমার মনে হয় আমাদের শুধু ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতার দিকে মনোযোগ দেওয়া উচিত। যখনই আপনি কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতেন, সেখান থেকে কিছু আত্মবিশ্বাস পাবেন।’
দ্বিতীয় ম্যাচে আইরিশদের দেওয়ার লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সেই প্রেরণা তৃতীয় ম্যাচে কাজে লাগবে বলে বিশ্বাস টেইটের, ‘আমি মনে করি, আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি তা হলো, গত ম্যাচে আমরা যে ম্যাচটি জিতেছি সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে ভালো খেলা এবং সেটা আগামীকালের ম্যাচে কাজে লাগানো। আশা করি আমরা জিতব।’
ইতোমধ্যে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির গ্রুপে পড়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে টেইটের ভাষ্য, ‘প্রতিপক্ষ কারা সেটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ, যার বিপক্ষেই খেলি না কেন, আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে। এটাই (চলমান সিরিজ) তো প্রস্তুতি। এরপর বিপিএল ও প্র্যাকটিস ম্যাচ আছে, তারপর বিশ্বকাপ। এটাই প্রস্তুতি।’
কিউএনবি/খোরশেদ/০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:১৪