নিউজ ডেক্স : বিশ্ব বাজারের পর দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (২৯ নভেম্বর) ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সমন্বয় করে কার্যকর করা এই দামেই সোমবার (১ ডিসেম্বর) স্বর্ণ বিক্রি হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা (যা শনিবার ছিল ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা)।
কিউএনবি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:২৪