বিনোদন ডেক্স : বহু হিট গান উপহার দিয়েছেন সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ। আশির দশক থেকে এখন পর্যন্ত তার গাওয়া অসংখ্য গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। একসময় মাসে মাত্র ১০০ টাকা আয় করতেন তিনি, আর এখন তিনি কোটি টাকার মালিক। অনেকে তাকে ‘সুরের সম্রাট’ও বলেন। ১ ডিসেম্বর তিনি পা দিয়েছেন ৭০ বছরে। হিট, ফ্লপ, বিতর্ক—সব মিলিয়ে রঙিন তার জীবনযাত্রা। জন্মদিন উপলক্ষে তার জীবনের কিছু অজানা দিক তুলে ধরা হলো। নেপালের কাঠমান্ডুতে জন্ম উদিতের। বাবা ছিলেন কৃষক। তবে সঙ্গীতের মূল অনুপ্রেরণা ছিলেন তাঁর মা, যিনি একজন লোকশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। মায়ের গান শুনেই ছোটবেলা থেকে তার গানের প্রতি ভালোবাসা জন্মায়। ছোট ছোট স্টেজ শো দিয়ে শুরু হয় তার পথচলা।





















