ডেস্ক নিউজ : বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। দেশের কোটি মানুষ আছেন প্রবাসে। বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের (৩০ নভেম্বর, ২০২৫) মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো।
| মুদ্রা | ক্রয় (টাকা) | বিক্রয় (টাকা) |
| ইউএস ডলার | ১২২.১৭ | ১২২.৩৫ |
| পাউন্ড | ১৬১.৭০ | ১৬১.৯৭ |
| ইউরো | ১৪১.৬৫ | ১৪১.৮৮ |
| জাপানি ইয়েন | ০.৭৮ | ০.৭৮ |
| অস্ট্রেলিয়ান ডলার | ৭৯.৯৮ | ৮০.১৭ |
| সিঙ্গাপুর ডলার | ৯৪.২২ | ৯৪.৪২ |
| কানাডিয়ান ডলার | ৮৭.৪২ | ৮৭.৫৭ |
| ইন্ডিয়ান রুপি | ১.৩৬ | ১.৩৬ |
| সৌদি রিয়েল | ৩২.৪৮ | ৩২.৪৮ |
কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৮