নিউজ ডেক্স : ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া তথ্য, গুজব, বিভ্রান্তিকর কনটেন্ট সাজানো ভিডিও, ছোট নাটিকা বা চিত্রনাট্যের অংশবিশেষকে বাস্তব ঘটনা দাবি করে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দেওয়া শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ডিজিটাল ভূ-দৃশ্য নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এক দিকে যেমন ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর এক উর্বর ক্ষেত্র হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম, অন্যদিকে দেশি-বিদেশি অনলাইন কনটেন্ট ক্রিয়েটরদের দ্বারা তৈরি করে সাজানো ভিডিও,
ছোট নাটিকা বা চিত্রনাট্যের অংশবিশেষকে বাস্তব ঘটনা দাবি করে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো।























