স্পোর্টস ডেস্ক : ১৫তম ওভারে প্রেনেলান সুবরায়েনের বিরুদ্ধে টানা দুটি ছয় মেরে আফ্রিদির পাশে বসেন রোহিত। পরে মার্কো জানসেনকে ফাইন লেগ দিয়ে পুল শটে বল সীমানা ছাড়া করে রেকর্ড গড়েন তিনি। টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও সর্বোচ্চ ছক্কার মালিক হলেন ভারতীয় ওপেনার।
২৭৭ ম্যাচ খেলে ৩৫২ ছয় মেরেছেন রোহিত। ৩৯৮ ম্যাচে ৩৫১ ছক্কায় দুইয়ে নামলেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটেও ছক্কা মারার বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত। টি-টোয়েন্টিতে ২০৫ ও ৮৮ ছয় তার, সব মিলিয়ে ৬৪২টি।
কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৩৩