ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে শামীম পাটোয়ারী বাদ পড়ায় সংবাদ সম্মেলনে নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন অধিনায়ক লিটন কুমার দাস। অবশেষে তৃতীয় টি-টোয়েন্টির দলে জায়গা ফিরে পেয়েছেন শামীম। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবার দুপুরে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতেছিল আয়ারল্যান্ড।এরপর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয় পেয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। আগামী মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৬ নভেম্বর সিরিজের আগে এক সংবাদ সম্মেলনে লিটন অভিযোগ করেন, দল নির্বাচনের আগে অধিনায়কের মতামতকে গুরুত্ব দিচ্ছে না নির্বাচকরা। শামীমকে বাদ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘দেখেন, (শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল (সিদ্ধান্ত) না, পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে কোনো কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে, উইদাউট এনি নোটিশ। আমি এত দিন জানতাম যে একটা দল যখন মানুষ হ্যান্ডেল করে, অন্তত অধিনায়ক জানে যে কোন খেলোয়াড়টা ঢুকবে, কোন খেলোয়াড়টা আউট হবে।’
তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, সাইফউদ্দিন, শামীম হোসেন।
কিউএনবি/মহন/৩০ নভেম্বর ২০২৫/বিকাল ৪:১৪