রাজনীতি ডেক্স : বিএনপির নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামত ও দেশ গঠনের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফার ২৭তম দফায় কৃষকদের প্রসঙ্গ বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছে। এই ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির সনদ। তিনি বলেন, এসব দফা বাস্তবায়ন হলেই দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে। শনিবার (২৯ নভেম্বর) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিপুর মাঠে স্থানীয় কৃষকদের আয়োজনে অনুষ্ঠিত কৃষিকথা ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, ঐতিহাসিক নাজিরপুর মাঠের পাশে একটি খাল রয়েছে যার নাম ‘জিয়া খাল’। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এই খালটি খনন করেছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন, বিএনপি আবার রাষ্ট্র পরিচালনায় এলে নতুন করে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে। আমি এখানেই প্রতিশ্রুতি দিচ্ছি—আমরা চেষ্টা করব যেন জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান এই জিয়া খালটির পুনঃখনন করেন। তিনি বলেন, আমি নিজে একজন কৃষকের সন্তান, তাই কৃষকের দুঃখ-কষ্ট খুব ভালো বুঝি। বাংলাদেশের অর্থনীতি যেহেতু কৃষিনির্ভর, তাই কৃষকদের সমস্যা নিয়ে ভাবা জরুরি।
কৃষক যে ট্রাক্টর বা বীজ কেনেন, সেগুলোর দাম ঠিক করে কোম্পানি, কিন্তু কৃষক নিজের উৎপাদিত ধান, পাট, গমের দাম নির্ধারণ করতে পারেন না। তাই চাষিদের মতামতের ভিত্তিতে সরকারিভাবে কৃষিপণ্যের মূল্য নির্ধারণের দাবি জানান তিনি। সমাবেশে দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্যসহ লাঙ্গল, জোয়াল, মাথালি, কাচিসহ কৃষিকাজের বিভিন্ন সরঞ্জাম নিয়ে অংশ নেন। বিপুলসংখ্যক কৃষক-কৃষাণীর উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এজমল হোসেন পাইলট ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ব্যারিস্টার কায়সার কামাল ছাড়াও বক্তব্য দেন—কলমাকান্দা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক ওয়াজেদ আলী খাঁন চাষী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৃষিবিদ মো. শফিউল্লাহ মজুমদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহমেদ খায়রুল হাসান, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, পল্লিকবি সত্তার মিয়া, নাজিপুর গ্রামের কৃষক আবুল হোসেন মুন্সী, নুরুল ইসলাম, কৃষক আমির হামজা ও জমশেদ আলী প্রমুখ।
কিউএনবি/মহন/৩০ নভেম্বর ২০২৫/দুপুর ১২:২০