ডেস্ক নিউজ : রাজধানী ঢাকায় আজ রবিবার সকাল থেকে ঢাকায় বইছে হিমেল হাওয়া। ঠাণ্ডা বাতাস বইলেও আকাশ ছিল সম্পূর্ণ পরিষ্কার আর ভোরের পর থেকেই উঠেছে ঝলমলে মিষ্টি রোদ।
রবিবার (৩০ নভেম্বর) ভোর ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারাদিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। দুপুর পর্যন্ত আকাশ থাকবে পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক । দিনের তাপমাত্রা বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার ওপর দিয়ে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে।
প্রসঙ্গত, দেশজুড়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শীত। ভোরের কুয়াশা, দুপুরের নরম রোদ আর রাতের হঠাৎ ঠান্ডা অনুভব হচ্ছে। শীতের এই মনোরম আবহ অনেকের জন্য আনন্দদায়ক হলেও, নিম্ন আয়ের মানুষের জন্য এটি নতুন চ্যালেঞ্জ ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই ঋতুর সৌন্দর্য উপভোগের সঙ্গে সঙ্গে শীতজনিত অসুবিধা কমাতে সময়োচিত প্রস্তুতি ও সচেতন থাকা জরুরি।
কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৫,/দুপুর ১২:৫২