শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পল্লী চিকিৎসকদের সাথে কুড়িগ্রাম-৩ আসনের বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পল্লী চিকিৎসক সমিতির আয়োজেন অডিটরিয়াম হলরুমে এ সভা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, ওবায়দুর রহমান বুলবুল, পল্লী চিকিৎসক সমিতির সভাপতি আনিছুর রহমান, সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল হক, চিকিৎসক আব্দুল কাদের শামীম প্রমুখ।
এ সময় কুড়িগ্রাম-৩ আসনের বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম বলেন, পল্লী চিকিৎসকরা মানুষের ঘরে ঘরে সেবা পৌছে দেন। আপনার গরীবের বন্ধু, আপনারা তাদের সেবক। আপনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য গ্রামের সাধারণ মানুষ সুস্থ থাকে। আসছে নির্বাচনে আপনারা সকলে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন এবং আপনারা সকল মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য অনুরোধ করবেন।
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০