মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার কসমেটিক এবং অন্যান্য মালামাল আটক করেন।
গত বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক এবং অন্যান্য মালামাল (শ্যাম্পু-১৭৮৭ প্যাকেট, তেল-৬টি, বিভিন্ন প্রকার ক্রীম-১৭২ বোতল, ঝান্ডু বাম মলম-১৩৩ পিস, হরলিক্স-২৩টি, বাসন মাজুনী-৬টি এবং মেহেদী-১৬৪ প্যাকেট) আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ৬৬,৯২৫/- (ছেষট্টি হাজার নয়শত পঁচিশ) টাকা।
এ বিষয়ে লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুর জানান, চোরাচালন দমনে বিজিবি দিনরাত নিরলসভাবে কাজ করছে।
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০