আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন আশুলিয়া থানা ওলামা দলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার ইউনিক এলাকায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাফেজ মাসুদুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা ওলামা দলের আহবায়ক এইচ, এম মাসুদ রানা।
বিশেষ অতিথি আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহী, থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী, থানা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক মো: জাহিদুল ইসলামের উপস্থিতিতেঅনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা মো: ওসমান গণী। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন সহ প্রমূখ।
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৫,/রাত ১০:৪৪