ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে দারুণ শুরুটা ধরে রাখতে পারেনি নিউক্যাসল ইউনাইটেড। ফ্রেঞ্চ জায়ান্ট অলিম্পিক মার্শেইর ঘরের মাঠ অরেঞ্জ ভেলোদ্রোমে ১–০ ব্যবধানের লিড নিয়েও শেষ পর্যন্ত ২–১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে এডি হাওয়ের দলকে। প্রথমার্ধের ছয় মিনিটে হার্ভি বার্নসের গোলে এগিয়ে ছিল নিউক্যাসল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৪৬তম মিনিটে গোলরক্ষক নিক পোপের ভুলে সমতায় ফেরে মার্সেই। সুযোগ লুফে নেন ৩৬ বছর বয়সী পিয়েরে-এমরিক ওবামেয়াং। এর চার মিনিটের মাথায় আরেকটি দারুণ ফিনিশিংয়ে ফরাসিদের হয়ে তিন পয়েন্ট ঘরে তোলেন সাবেক আর্সেনাল তারকা। ৪০০ গোলের মাইলফলক ছোঁয়া অবামেয়াং দিনটি কাটালেন দারুণ আনন্দে।
ম্যাচে তার জোড়া গোলেই জয়ের পথে হাঁটে মার্শেই। নিজের বয়স নিয়ে হাস্যরস করেই তিনি বলেন, ‘আশা করি আরও অনেক গোল বাকি আছে। আমি দারুণ অনুভব করছি, বয়স ৩৬ হলেও খেলাটা উপভোগ করছি। এমন ম্যাচ খেললে আরো খেলতে ও গোল করতে ইচ্ছে হয়।’তিনি যোগ করেন, ‘আমাদের জন্য আজকের জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। টিকে থাকতে হলে ম্যাচ জিততেই হবে—তাই এই জয় বিশেষ।’এদিকে টিএনটি স্পোর্টসকে নিউক্যাসলের বার্ন বলেন, ‘খুবই হতাশাজনক। পুরো ম্যাচজুড়ে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ১০–১৫ মিনিটের উন্মাদনা আমাদের বড় ক্ষতি করেছে।
এমন স্টেডিয়ামে, এমন পরিবেশে এসে এত লড়াই করেও খালি হাতে ফিরতে হচ্ছে—এটা ভীষণ কষ্টের। তিনি আরো যোগ করেন, ‘মানসিকভাবে আমরা দ্বিতীয়ার্ধে ঠিকভাবে শুরু করতে পারিনি। অবামেয়াং এখনও দারুণ তীক্ষ্ণ আর সুযোগ পেলেই গোল করতে পারেন। তিনি আজ সেটা আবারও প্রমাণ করল। ২–১ পিছিয়ে গেলে তাদের ভাঙা কঠিন হয়ে যায়।’ম্যাচে তৈরি হওয়া ভালো কিছু সুযোগ নষ্টের কথাও উঠে আসে বার্নের কণ্ঠে, ‘আমরাও কিছু সুযোগ পেয়েছি যেগুলো থেকে গোল করা উচিত ছিল। কাজে লাগাতে পারিনি, আর বিপরীতে যে দুটো গোল খেয়েছি, তা খুবই হতাশার।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সমান হতাশ শোনাল নিউক্যাসল কোচ এডি হাওয়েকেও। তিনি বলেন, ‘এই ধরনের ম্যাচেই আমরা নিজেদের যাচাই করতে চাই। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল খাওয়ার পর ঠিকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারিনি। আমরা পিছিয়ে পড়েছি, দর্শকরা ম্যাচে ঢুকে গেছে—তারপর আমরা আর সেরা খেলাটা খেলতে পারিনি।’গোলরক্ষকের ভুল নিয়ে তিনি বলেন, ‘যে–ই ভুল করুক না কেন, গোল খাওয়া অবশ্যই উদ্বেগের। তবে পোপ আমাদের অসংখ্যবার বাঁচিয়েছে—ম্যানচেস্টার সিটির বিপক্ষেও চমৎকার সেভ করেছে। গোলরক্ষকের জীবন এমনই। কিন্তু আমি ওকে পুরোপুরি সমর্থন করি।’
কিউএনবি / মোহন / ২৬ নভেম্বর ২০২৫ / দুপুর ১২:১৬